খুলনা টাইগার্সের হারের পেছনে নাঈম শেখের ধীরগতির ব্যাটিং অনেকটা দায়ী বলে মনে করছেন খুলনার কোচ নাসিরউদ্দিন ফারুক। দলের ফাইটিং স্পিরিট ছিল কিন্তু ম্যাচটি বাগে আনা সম্ভব হয়নি।
বুধবার (২২ জানুয়ারি) ফরচুন বরিশালের বিরুদ্ধে মাঠে নেমে ৭ রানে হেরেছে খুলনা টাইগার্স। নাঈমের ৭৭ রানের ইনিংস দলের ‘হার’ নিশ্চিত করে। ইনিংসের গতিও ছিল বড় একটি কারণ।
খুলনার ব্যাটিং কোচ ফারুক বলেছেন, ” খেলোয়াড়রা ম্যাচের শুরুতে বলেছিল উইকেট স্লো। যার কারণে তারা গভীরভাবে ব্যাটিং করার চেষ্টা করছিল। মাঝে সিঙ্গেল রোটেট করলে হয়তো আরও কাছাকাছি পৌঁছানো যেত। এমন পরিস্থিতিতে দলের দরকার ছিল দ্রুত রান তোলার। সেখানে শুরুর দিকের ব্যাটিংয়ের ধীর গতির কারণে তারা চাপের মধ্যে পড়ে গিয়েছিল। “
তিনি আরও বলেছেন, ” শেষ পর্যন্ত যে ভুলগুলো হয়েছে সেগুলো খেলার অংশ হিসেবেই দেখা উচিত। খেলায় বোলারের অভাব এবং নাঈম শেখের সুযোগ নেওয়া সেগুলোও চ্যালেঞ্জিং পরিস্থিতি ছিল।ম্যাচের শেষের দিকে নাঈম যখন এত বেশি বল খেলেছেন তখন দলের জন্য দ্রুত রান তোলার সুযোগ কমে গেছে। ৫৯ বলের মধ্যে তার ইনিংস যদিও খারাপ ছিল না। দলের প্রয়োজন ছিল বেশি দ্রুততার যেখানে তিনি কিছুটা পিছিয়ে ছিলেন।
ফারুক মনে করছেন যে দলের চেষ্টাটা ছিল এবং খেলা চালিয়ে যাওয়ার ব্যাপারে তাদের মনোভাব ছিল ইতিবাচক।কোচের দৃষ্টিতে দল ম্যাচে পুরোপুরি চেষ্টা করেছে তবে খেলাটির কিছু অপ্রত্যাশিত মুহূর্তের জন্য তারা সফল হয়নি। খেলার অংশ হিসেবে এসব ঘটনা ঘটেই থাকে।
ইউএ / টিডিএস