Home » নিউজিল্যান্ডকে হারিয়ে সুপার সিক্সে নাইজেরিয়া

নিউজিল্যান্ডকে হারিয়ে সুপার সিক্সে নাইজেরিয়া

অনূর্ধ্ব-১৯ নারী বিশ্বকাপে ২০ জানুয়ারি নিউজিল্যান্ডকে হারিয়ে সবাইকে চমকে দিয়েছিল নাইজেরিয়া। যদিও তাদের পরবর্তী ম্যাচে দক্ষিণ আফ্রিকার কাছে হারতে হয়, তারপরও নিউজিল্যান্ড ও সামোয়াকে ছিটকে দিয়ে ৩ পয়েন্ট নিয়ে সুপার সিক্সে জায়গা করে নিয়েছে তারা।

এটি ছিল নাইজেরিয়ার প্রথমবারের মতো অনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণ, এবং প্রথমবারেই তারা সুপার সিক্সে জায়গা পেয়ে দেশের ক্রিকেটে একটি বড় মাইলফলক সৃষ্টি করেছে।

গ্রুপ ‘সি’তে সামোয়া তিনটি ম্যাচে একটিতেও জয় না পাওয়ায়, তাদের এক জয় নিয়ে সুপার সিক্সে পৌঁছে যায় নাইজেরিয়া। তাদের পয়েন্ট ৩, যেখানে নিউজিল্যান্ড ২ পয়েন্ট নিয়ে তৃতীয় অবস্থানে এবং সামোয়া ১ পয়েন্ট নিয়ে চারে।

নাইজেরিয়ার প্রথম ম্যাচটি ১৮ জানুয়ারি সামোয়ার বিপক্ষে পরিত্যক্ত হয়েছিল, ফলে ১ পয়েন্ট ভাগাভাগি করে দুই দল। এই পয়েন্ট পরবর্তীতে তাদের কাজে লেগেছে।

দ্বিতীয় ম্যাচে, নিউজিল্যান্ডকে ২ রানে হারিয়ে ঐতিহাসিক জয় তুলে নেয় নাইজেরিয়া। এটি আইসিসির কোনো পূর্ণ সদস্যের বিপক্ষে তাদের প্রথম জয়, যা তাদের সুপার সিক্সে জায়গা করে দেয়।

এছাড়া, নাইজেরিয়া এর আগে ২০২০ সালে ছেলেদের অনূর্ধ্ব-১৯ ওয়ানডে বিশ্বকাপে অংশ নিয়েছিল, তবে সেখানে তারা ৩ ম্যাচের ৩টিতেই হারেছিল।

সুপ্তি / টিডিএস

You may also like