অবশেষে চ্যাম্পিয়ন্স ট্রফির দলে না থাকার বিষয়ে কথা বলেছেন সূর্যকুমার যাদব। বিচারকদের সিদ্ধান্তকে তিনি সম্মান জানান বলে মন্তব্য করেছেন এই ভারতীয় ক্রিকেটার।
ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ শুরুর আগে ইডেনে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, “বাদ পড়েছি বলে খারাপ লাগবে কেন? আমি তো ভালো খেলিনি।ভালো খেললে তবে না টিমে থাকব। দল নির্বাচনের জন্য বিচারকরা তাদের নিজস্ব দৃষ্টিভঙ্গি থেকে সিদ্ধান্ত নেন। আমি তাদের সিদ্ধান্তকে সম্মান জানাই।”
তিনি আরো জানান, “আমার বরং এটা ভেবে খারাপ লাগে যে, পারফর্ম করে টিমে থাকতে পারলাম না। যারা টিমে সুযোগ পেয়েছে তারা ভালো পারফরম্যান্সের ভিত্তিতে জায়গা পেয়েছে এবং তাদের সেই সুযোগ পাওয়ার যোগ্যতা রয়েছে।”
তিনি অবশ্যই চাইতেন যে দলে জায়গা পেতে। এই পরিস্থিতি তার জন্য নতুন কিছু নয়। তিনি মনে করেন তার পরবর্তী লক্ষ্য হলো দলের জন্য আরও ভালো খেলা এবং শীর্ষ পারফর্মার হয়ে ফিরে আসা। তার জন্য সামনে আরও অনেক সুযোগ আসবে এবং তিনি সেগুলোতে পুরোপুরি মনোযোগ দিতে চান।
এটি তার পরিপক্বতা এবং পেশাদারিত্বের প্রকাশ। যেখানে তিনি দল নির্বাচনের ব্যাপারে আত্মবিশ্বাসী এবং নিজের পারফরম্যান্স উন্নতির জন্য আরও কঠোর পরিশ্রম করতে উৎসাহী।
ইউএ / টিডিএস