Home » পারিশ্রমিক না পেয়ে মাঠে অনুপস্থিত চিটাগং কিংসের লঙ্কান

পারিশ্রমিক না পেয়ে মাঠে অনুপস্থিত চিটাগং কিংসের লঙ্কান

এবার পারিশ্রমিক না পাওয়ায় চিটাগাং কিংসের শ্রীলঙ্কান ক্রিকেটার বিনুরা ফার্নান্দো মাঠে নামেননি।

বুধবার (২২ জানুয়ারি) জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ঢাকা ক্যাপিটালসের বিরুদ্ধে খেলা শুরু হলেও ১৫ সদস্যের স্কোয়াডে বিনুরা ফার্নান্দোর নাম ছিল না। পারিশ্রমিক না পাওয়ার কারণেই তিনি মাঠে যাননি, এমন খবর পাওয়া গেছে।

এবারের বিপিএলে এখন পর্যন্ত তিনটি ম্যাচ খেলেছেন এই লঙ্কান পেসার। চিটাগাং কিংসের ১৫ সদস্যের স্কোয়াডে বিদেশি খেলোয়াড় রয়েছেন ছয়জন, যাদের মধ্যে চারজন ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে একাদশে আছেন—গ্রাহাম ক্লার্ক, হুসাইন তালাত, জুবাইরউল্লাহ আকবরি এবং হায়দার আলি। এছাড়া ১৩ এবং ১৪তম খেলোয়াড় হিসেবে রয়েছেন টমাস ও’কনেল এবং কাওজা নাফি।

এর আগে, পারিশ্রমিক বকেয়া পাওয়ায় বিসিবিতে নালিশ করেছিলেন দুর্বার রাজশাহীর আরেক লঙ্কান খেলোয়াড় লাহিরু সামারাকুন। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার বিনুরা ফার্নান্দোর ঘটনা ঘটল, যা বিপিএলের ব্যবস্থাপনা ও মান নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে।

এবারের বিপিএলে নানা ধরনের অব্যবস্থাপনা প্রকাশ পাচ্ছে। টুর্নামেন্ট শুরুর আগে ফ্র্যাঞ্চাইজিগুলো বিসিবির কাছে ব্যাংক গ্যারান্টি দেয়নি, আর বেশিরভাগ ফ্র্যাঞ্চাইজি খেলোয়াড়দের নিয়মমাফিক পারিশ্রমিকের অর্ধেকও শুরুর আগে দেয়নি। টুর্নামেন্টের অর্ধেক সময় পার হলেও, অনেক খেলোয়াড় এখনও পারিশ্রমিক পুরোপুরি পাননি। এরই মধ্যে অনুশীলন বয়কটের মতো ঘটনা ঘটেছে।

চট্টগ্রাম পর্বের শুরুতেই দুর্বার রাজশাহীর স্থানীয় খেলোয়াড়রা বকেয়া পারিশ্রমিকের জন্য বিদ্রোহ করেছিলেন। চুক্তির পারিশ্রমিক এক টাকাও না পাওয়ায় তারা অনুশীলন বয়কট করেছিলেন, তবে বিসিবির হস্তক্ষেপে শেষ পর্যন্ত সেই সমস্যা সমাধান হয়।

সুপ্তি / টিডিএস

You may also like