প্রতিবারের মত চলমান বিপিএল শুরু আগেও বিসিবি কর্মকর্তারা একটি বড় আয়োজন করার স্বপ্ন দেখিয়েছিলেন। তবে এবারও সামনে এসেছে পারিশ্রমিক বিতর্ক। বেশিরভাগ ফ্র্যাঞ্চাইজিকে অভিযোগ থাকলেও সবচেয়ে বেশি আলোচনায় ‘দুর্বার রাজশাহী’। এবার সরাসরি অভিযোগ করেছেন একটি বিদেশি ক্রিকেটার।
রাজশাহী ফ্র্যাঞ্চাইজির পারিশ্রমিক ইস্যু নিয়ে বেশ বিতর্ক চলছে। এই দলটি কিছুদিন আগে পারিশ্রমিক না পাওয়ায় ক্রিকেটাররা অনুশীলন বর্জন করেছিলেন। যদিও পরবর্তীতে দলের পক্ষ থেকে সমাধান ঘোষণা করা হয়েছিল। তবে এখনও প্রাপ্য টাকা না পাওয়ার অভিযোগ উঠেছে। এরই মধ্যে শ্রীলঙ্কান ক্রিকেটার লাহিরু সামারাকুন বিসিবির কাছে অভিযোগ জানিয়েছেন।
প্লেয়ার্স ড্রাফটের মাধ্যমে রাজশাহী দল শ্রীলঙ্কান পেসার লাহিরু সামারাকুনকে দলে নেয়। চুক্তি অনুযায়ী তাকে ১৫ হাজার ডলার (প্রায় ১৮ লাখ ২০ হাজার টাকা) পারিশ্রমিক পাওয়ার কথা, কিন্তু এখন পর্যন্ত কোনো টাকা পাননি বলে অভিযোগ করেছেন তিনি। এই তথ্য একটি ইংরেজি গণমাধ্যমে প্রকাশ হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, সামারাকুন বিসিবিকে হোয়াটসঅ্যাপে একটি বার্তা পাঠিয়েছেন অভিযোগ জানাতে।
বিসিবির এক কর্মকর্তা জানিয়েছেন, ‘আমরা কয়েকজন ক্রিকেটারের কাছ থেকে এমন বার্তা পাচ্ছি এবং বিভিন্ন ফ্র্যাঞ্চাইজির সঙ্গেও কথা বলছি।’ তবে গণমাধ্যমটি নিশ্চিত করেছে, রাজশাহী ফ্র্যাঞ্চাইজির হয়ে একটি ম্যাচ খেলেছেন সামারাকুন, এবং তিনি ফোনে যোগাযোগ করতে না পেরে বিসিবির কাছে বার্তা পাঠিয়েছেন।
এর আগে রাজশাহী ফ্র্যাঞ্চাইজির ক্রিকেটাররা পারিশ্রমিক না পাওয়ায় অনুশীলন বর্জন করেছিলেন, এবং তারা পারিশ্রমিক সমস্যার সমাধান না হলে রাজশাহী-সিলেট স্ট্রাইকার্স ম্যাচ বয়কটের হুমকিও দিয়েছিলেন। পরে বিসিবির সঙ্গে আলোচনার পর ২৫ শতাংশ পারিশ্রমিক পরিশোধ করার কথা জানায় দলটি। এর মধ্যেই হঠাৎ করে এনামুল হক বিজয়কে অধিনায়কত্ব থেকে সরিয়ে তাসকিন আহমেদকে নতুন অধিনায়ক করা হয়। এরপরই সামারাকুনের অভিযোগ সামনে আসে।
সুপ্তি / টিডিএস