ফেব্রুয়ারিতে মাঠে গড়াবে ৮ দলের চ্যাম্পিয়ন্স ট্রফি টুর্নামেন্ট। বেশ আলোড়ন সৃষ্টি করেই পাকিস্তান আয়োজন করছে এবারের চ্যাম্পিয়ন্স ট্রফি। তবে ভারতীয় গণমাধ্যমে জানা যায় এবারের জার্সি নিয়ে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে।
সূত্রের বরাত দিয়ে দেশটির গণমাধ্যমে দাবি করা হচ্ছে, চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজক দেশ পাকিস্তানের নাম ভারতীয় দলের জার্সিতে রাখতে চায় না বিসিসিআই। এমন খবর ছড়াতেই ক্ষিপ্ত হয়ে উঠেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। তাদের দাবি, খেলার মধ্যে অযথা রাজনীতি করছে বিসিসিআই। বিষয়টি নিয়ে আইসিসির দ্বারস্থ হতে পারে তারা।
মেগা টুর্নামেন্টের আয়োজক দেশের নাম সাধারণত জার্সিতে লেখা হয়। আর সেই নিয়ম অনুযায়ী হাইব্রিড মডেলেও পাকিস্তানই আয়োজক। তবে গুঞ্জন রয়েছে ভারতীয় দলের কর্তৃপক্ষ চায় না পাকিস্তানের নাম তাদের জার্সিতে থাকবে।
এই প্রসঙ্গে পিসিবির একজন কর্মকর্তা বলেন, “বিসিসিআই ক্রিকেটে রাজনীতি ঢোকাচ্ছে। তারা পাকিস্তানে আসতে চায়নি, অধিনায়ককে উদ্বোধনী অনুষ্ঠানে পাঠাতে চায় না, আর এখন শুনছি পাকিস্তানের নামও জার্সিতে রাখতে চাইছে না। আশা করি আইসিসি এমনটা হতে দেবে না, এবং পাকিস্তানের পাশে থাকবে।”
কিছুদিন আগে রটেছিল যে, ভারতীয় অধিনায়ক রোহিত শর্মাকে পাকিস্তানে গিয়ে উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে হতে পারে। পাকিস্তান বোর্ড ছিল এই ব্যাপারে আশাবাদী, তবে বিসিসিআই সূত্র জানিয়েছে, রোহিত পাকিস্তানে যাচ্ছেন না। পরিবর্তে অন্য কোনো ভারতীয় প্রতিনিধি পাঠানো হতে পারে উদ্বোধনী অনুষ্ঠানে। এরই মধ্যে নতুন বিতর্ক শুরু হয়েছে জার্সি নিয়ে। দুদেশের ক্রিকেট বোর্ডই নজর রাখছে, এই বিতর্ক কোথায় গিয়ে থামে।
সুপ্তি / টিডিএস