প্রথমবারের মতো এবার মাঠে গড়াতে যাচ্ছে মেয়েদের বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। তিনটি ফ্র্যাঞ্চাইজি নিয়ে আয়োজন করা হবে প্রমিলা বিপিএল। বিষয়টি চট্টগ্রামে গণমাধ্যমকে নিশ্চিত করেছেন বিসিবি পরিচালক নাজমুল আবেদীন ফাহিম।
ফাহিম জানিয়েছেন, কেন তিনটি দল থাকবে তা সম্পর্কেও তিনি ব্যাখ্যা দিয়েছেন। আজ (শুক্রবার) চট্টগ্রামে এক প্রেস কনফারেন্সে তিনি বলেন, “নারীদের ক্রিকেটকে কীভাবে আরও এগিয়ে নেওয়া যায়, সে বিষয়ে কিছুদিন ধরে বোর্ড ভাবনা চালাচ্ছিল। সেই ভাবনা থেকেই মেয়েদের বিপিএল আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনটি দল নিয়ে এটি আয়োজন করার পরিকল্পনা হয়েছে।”
তিনি আরও বলেন, “বিপিএল শেষ হওয়ার পরপরই এটি আয়োজন করা হবে। ৮-৯ দিনের মধ্যে টুর্নামেন্ট শেষ হবে। ইতোমধ্যে বেশ কিছু ফ্র্যাঞ্চাইজির সঙ্গে আলোচনা হয়েছে এবং তারা আগ্রহ দেখিয়েছে। আমরা দেখতে চাই, নারীদের ক্রিকেটে এটি কতটা প্রভাব ফেলতে পারে।”
তিনটি দল নিয়ে বিপিএল আয়োজনের কারণ ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলেন, “বেশি দল হলে মানসম্পন্ন খেলোয়াড় পাওয়া কঠিন হতে পারে। প্রথমে চারটি দল নিয়ে আয়োজনের কথা ভাবছিলাম, কিন্তু সেটি বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। আমরা মনে করি, তিনটি দল নিয়ে যদি আয়োজন করি, তবে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ টুর্নামেন্ট হবে এবং ভালো ফলাফল আসবে।”