Home » বিসিবির সিদ্ধান্তে লিগ বয়কটের ঘোষণা

বিসিবির সিদ্ধান্তে লিগ বয়কটের ঘোষণা

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) গঠনতন্ত্র সংশোধন কমিটির প্রাথমিক প্রস্তাবে ঢাকার ক্লাবগুলোর পরিচালক ও কাউন্সিলর সংখ্যা ব্যাপকভাবে কমানোর হয়েছে। এই সিদ্ধান্ত মানতে না পেরে, প্রিমিয়ার থেকে তৃতীয় বিভাগ পর্যন্ত ৬৭টি ক্লাবের প্রতিনিধিরা ১৪ জানুয়ারি মতবিনিময় সভা করেন। গঠনতন্ত্র সংশোধন সংক্রান্ত কমিটির প্রস্তাবে পরিচালক-কাউন্সিলর কমানোর সিদ্ধান্ত বাতিল করার জন্য তারা দুই দিনের আল্টিমেটামও দেন। কিন্তু সেটা না মানায় ক্লাবগুলো লিগ বয়কটের ঘোষণা দিয়েছে।

সোমবার (২০ জানুয়ারি) থেকে ঢাকা মেট্রোপলিসের অধীনে প্রথম বিভাগ ক্রিকেট লিগ শুরু হওয়ার কথা ছিল। শনিবার (১৮ জানুয়ারি) বিসিবি প্রাঙ্গণে ট্রফি উন্মোচন করার কথা থাকলেও ‘ঢাকা ক্রিকেট ক্লাব অর্গানাইজার্স অ্যাসোসিয়েশন’-এর চাপের কারণে অনুষ্ঠানটি স্থগিত করা হয়। পরবর্তীতে ক্রিকেট সংগঠকরা তাদের দাবি না মানা পর্যন্ত লিগ বয়কট করার ঘোষণা দেন।

ক্রিকেট সংগঠক লুৎফর জামান বাদল বলেন, “আমাদের দাবি স্পষ্ট, দাবি পূরণ না হওয়া পর্যন্ত আমরা খেলব না। আমাদের বিরুদ্ধে যেসব ষড়যন্ত্র হচ্ছে, তা বন্ধ না হলে ক্রিকেটের সঙ্গে আমরা নেই।” অপর সংগঠক রফিকুল ইসলাম বাবুও একই অবস্থানে থেকে বলেন, “বিসিবি সভাপতি আমাদের বলেছেন, দ্রুতই বোর্ডের সঙ্গে আলোচনা করবেন এবং এরপর আমরা মাঠে ফিরব।”

সংগঠকদের অভিযোগ, গঠনতন্ত্র সংশোধনের মাধ্যমে বিসিবি ঢাকার ক্রিকেট ক্লাবগুলোর প্রভাব কমাতে চাচ্ছে। যেখানে আগে ১২ জন ক্লাব প্রতিনিধির স্থান ছিল, তা কমিয়ে ৪ জনে নিয়ে আসার প্রস্তাব করা হয়েছে। এ কারণে তারা গঠনতন্ত্র সংশোধন কমিটির চেয়ারম্যান নাজমুল আবেদীন ফাহিমের পদত্যাগের দাবি জানিয়েছে এবং বিষয়টি সমাধানের জন্য বিসিবি সভাপতি ফারুক আহমেদকে আহ্বান করেছেন। গতকাল, বিসিবি সভাপতির সঙ্গে সংগঠকদের একটি অংশ সাক্ষাৎও করেছেন।

এদিকে, প্রথম বিভাগ লিগ কবে শুরু হবে তা নিশ্চিত করতে পারেননি সিসিডিএম চেয়ারম্যান সালাহউদ্দিন চৌধুরী। তিনি জানান, “ক্লাব কর্তৃপক্ষ লিগ পেছানোর জন্য বিসিবিকে অনুরোধ করেছে।”

You may also like