Home » দর্শকদের তিরস্কার নিয়ে অবশেষে যা বললেন লিটন

দর্শকদের তিরস্কার নিয়ে অবশেষে যা বললেন লিটন

দর্শকদের তিরস্কার নিয়ে অবশেষে প্রতিক্রিয়া জানিয়েছেন লিটন কুমার দাস।

চলতি বিপিএলে বৃহস্পতিবারের (১৬ জানুয়ারি ) একটি ম্যাচে গ্যালারি থেকে লিটনের দিকে তিরস্কার উঠতে দেখা যায়, আর সেদিকে উদাসভাবে তাকিয়ে ছিলেন তিনি। এই ঘটনাটি ঘটার পর থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে তার উপর নানা মন্তব্য শুরু হয়।

এ বিষয়ে লিটন কুমার দাস বলেছেন, “এটা ঠিক যে খেলার মাঝে এমন মুহূর্ত আসে যখন দর্শকদের মতামত বা সমালোচনা শুনতে হয়। তবে আমি জানি, আমি যদি ভালো খেলি তাহলে সমর্থকরা আমাকে আবারও সমর্থন করবে।”

তিনি আরো যোগ করেন, “এমনটা খেলার অংশ । আমি এটাকে ইতিবাচকভাবে নেব এবং নিজের খেলাকে আরও ভালো করার চেষ্টা করব।”

লিটন জানিয়ে দিয়েছেন, দর্শকদের প্রত্যাশা কখনোই তার ওপর চাপ সৃষ্টি করবে না বরং এটি তাকে আরও উন্নতি করতে উৎসাহিত করবে।

You may also like