গত বছরের ডিসেম্বরে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজ চলাকালে ইনজুরিতে আক্রান্ত হন সৌম্য সরকার। এরপর থেকে তিনি মাঠের বাইরে রয়েছেন এবং চলমান বিপিএলে খেলার সুযোগও পাননি। তবে ইনজুরি থেকে পুরোপুরি সেরে উঠে তিনি রংপুর রাইডার্স শিবিরে যোগ দিয়েছেন। তবে ম্যাচ খেলার মতো সম্পূর্ণ ফিট হতে কিছুটা সময় লাগবে তার।
বিপিএলের ব্রডকাস্টারকে দেওয়া একটি সাক্ষাৎকারে সৌম্য বলেন, “সবচেয়ে ভালো লাগছে যে আবার মাঠে ফিরতে পেরেছি। মাঠে এসে অনুশীলন করতে পারছি, যা খুবই ভালো। আজকে দ্বিতীয়-তৃতীয় দিন ব্যাটিং করলাম এবং ধীরে ধীরে উন্নতি হচ্ছে। কারণ আমরা ক্রিকেটাররা সবসময় মাঠে থাকতে ভালোবাসি, কাজ করতে ভালোবাসি।”
মাঠে ফিরতে কোনো তাড়াহুড়া করতে চান না সৌম্য। তিনি বলেন, “চেষ্টা করছি দ্রুত ফিরতে, তবে যদি তাড়াহুড়া করি, তাহলে সেটা ক্ষতিকর হতে পারে। এখন আমি ব্যাটিং করছি, তবে ফিল্ডিংয়ের কিছু কাজ এখনও সম্পূর্ণ করা হয়নি। ধীরে ধীরে প্রক্রিয়া অনুসরণ করেই যেতে হবে।”
তিনি আরও বলেন, “ফিজিও ও চিকিৎসকদের সঙ্গে পরামর্শ করছি। আমি ব্যাটিং শেষে তাদেরকে আমার ফিডব্যাক দিচ্ছি, তারা আমাকে কিছু বাড়তি কাজ দিয়েছেন। চেষ্টা করছি যত দ্রুত সম্ভব মাঠে ফিরতে।”
সৌম্য জানান, টিম ম্যানেজমেন্ট ও চিকিৎসকদের পরামর্শ মেনেই তিনি মাঠে নামবেন। “যদি পুরোপুরি সুস্থ না হই, তবে মাঠে নামলে ঝুঁকি বাড়বে। যদি তাড়াহুড়া করে খেলতে যাই এবং আবার একই জায়গায় ইনজুরি হয়, তাহলে ফিরতে আরও বেশি সময় লাগতে পারে। আমি, চিকিৎসক, রংপুর রাইডার্স এবং অন্যান্য সংশ্লিষ্টরা আলোচনা করে সিদ্ধান্ত নেবো।”