বিপিএল ২০২৫-এ দুর্বার রাজশাহী দলের জন্য চলতি আসরটা ছিল বেশ কিছু চ্যালেঞ্জের। মাত্র ৬ ম্যাচে দুটি জয় পাওয়ার পর, আবারও পারিশ্রমিক বিতর্কে মিডিয়ার শিরোনাম ছিল তারা। তবে সব সমস্যার মধ্যে আজ জয়ের খোঁজ পেল রাজশাহী। আগের ম্যাচে ঢাকা ক্যাপিটালসের কাছে ১৪৯ রানে বিশাল পরাজয়ের পর আজ তারা সিলেট স্ট্রাইকার্সকে ৬৫ রানে হারিয়ে ঘুরে দাঁড়িয়েছে।
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুক্রবারের ম্যাচে টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেয় রাজশাহী। নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে তারা ১৮৪ রান সংগ্রহ করে। দলের পক্ষে রায়ান বার্ল ৪১ এবং অধিনায়ক এনামুল হক বিজয় ৩২ রান করেন। সিলেট স্ট্রাইকার্সের লক্ষ্য ছিল ১৮৫, কিন্তু তারা ১৭.৩ ওভারে মাত্র ১১৯ রানে অলআউট হয়ে যায়।
রাজশাহীর ইনিংসে শুরুটা ছিল ঝোড়ো। তবে ৩.১ ওভারে ২৯ রানে প্রথম উইকেট হারানোর পর কিছুটা ধীরগতিতে চলে যায়। পাকিস্তানি ওপেনার মোহাম্মদ হারিস ১৪ বলে ২ ছক্কায় ১৯ রান করেন, আর জিশান আলম ১৮ বলে ২০ রান করে আউট হন। অধিনায়ক বিজয় ২২ বলে ৩টি চার ও ২ ছক্কায় ৩২ রান করে দলে আস্থার প্রতীক হয়ে ওঠেন। ইয়াসির আলি রাব্বি ১০ বলে ১৯ রান করলে, রায়ান বার্ল ২৭ বলে ৪১ রান করে রাজশাহীর পক্ষে একটি ভালো সংগ্রহ দাঁড় করান। সিলেট স্ট্রাইকার্সের হয়ে রুয়েল মিয়া ৩টি, নাহিদুল ইসলাম ও নিহাদুজ্জামান ২টি করে উইকেট নেন।
লক্ষ্য তাড়ায় সিলেট দলীয় ১৩ রানে দুই ওপেনারকে হারিয়ে ফেলে। পল স্টার্লিং ৪ রানে আউট হন, আর রনি ৪ রানে ফিরে যান। এরপর জাকির হাসান ও জর্জ মুনসি ৫৮ রানের একটি গুরুত্বপূর্ণ জুটি গড়েন। জাকির ২৮ বলে ৩৯ রান করেন, আর মুনসি ২২ বলে ২০ রান করে লড়াই চালিয়ে যান। তবে এরপর একে একে সিলেটের ব্যাটাররা ফিরে যেতে থাকেন। শেষদিকে জাকের আলি ২০ বলে ৩১ রান করে ব্যবধান কমানোর চেষ্টা করেন, কিন্তু তিনি ফিরে যাওয়ার পর সিলেট ১১৯ রানে গুটিয়ে যায়।
রাজশাহীর পক্ষে সানজামুল ইসলাম সর্বোচ্চ ৩ উইকেট নেন। তাসকিন আহমেদ, মৃত্যুঞ্জয় চৌধুরী এবং আফতাব আলম ২টি করে উইকেট নেন।