Home » তামিমের ফিফটিতে ঢাকাকে হারাল বরিশাল

তামিমের ফিফটিতে ঢাকাকে হারাল বরিশাল

তামিম ইকবালের দুর্দান্ত ব্যাটিংয়ে ২৪ বল হাতে রেখেই ঢাকাকে পরাজিত করে ফরচুন বরিশাল।

চট্টগ্রামে টস হেরে আগে ব্যাট করতে নেমে ফরচুন বরিশালের নিয়ন্ত্রিত বোলিংয়ের বিপক্ষে খুব বেশি দূর এগোতে পারেনি ঢাকা ক্যাপিটালস। ১৯.৩ ওভারে ১৩৯ রানে অলআউট হয় ঢাকা। দলের হয়ে সর্বোচ্চ ৬২ রান করেন তানজিদ তামিম। তার ইনিংসে ছিল চারটি ছক্কা ও দুটি বাউন্ডারি। তবে অন্য ব্যাটারদের ব্যর্থতায় দলের রান বড় হয়নি।

জবাবে খেলতে নেমে শুরুতেই নাজমুল হোসেন শান্তকে (০) হারালেও তামিম ও মালানের ব্যাটিংয়ে কোনো চাপ পড়েনি বরিশালের। দ্বিতীয় উইকেটে ১১৮ রানের দুর্দান্ত জুটি গড়ে দলকে জয়ের দ্বারপ্রান্তে নিয়ে যান তারা। তামিম ৪৮ বলে ৬১ রানের ইনিংসে ৭টি বাউন্ডারি হাঁকান। অপরদিকে, মালান ৪৯ রানে অপরাজিত থেকে জয় নিশ্চিত করেন।

১৬ ওভারে ২ উইকেট হারিয়ে ফরচুন বরিশাল জয় তুলে নেয়।

You may also like