চলতি সপ্তাহে চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য দল ঘোষণা করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে ঘোষিত দলে জায়গা হয়নি লিটন দাসের। সাদা বলে ধারাবাহিক ব্যর্থতার কারণে তাকে দল থেকে বাদ দেয়া হয়েছে। এই সিদ্ধান্তে অনেকেই অবাক হলেও, লিটন বাদ পড়ার পরপরই বিপিএলে রেকর্ড গড়া এক সেঞ্চুরি হাঁকিয়েছেন।
এ বিষয়ে দলের সহ-অধিনায়ক তামিম ইকবাল মন্তব্য করেন, “লিটন আমাদের দলের গুরুত্বপূর্ণ সদস্য। তার মতো একজন অভিজ্ঞ ব্যাটসম্যানকে বাদ দেওয়া কোনো সহজ সিদ্ধান্ত ছিল না। তবে, দল নির্বাচনের ক্ষেত্রে বেশ কিছু বিষয় যেমন ফর্ম এবং ধারাবাহিকতা দেখে সিদ্ধান্ত নেওয়া হয়। লিটনের ব্যাটিংয়ে একটা বিরতি এসেছে, আর সেটি নির্বাচন কমিটির জন্য চিন্তার বিষয় ছিল।”
তামিম আরও বলেন, “আমি জানি লিটন খুবই ভালো ফর্মে আছেন, এবং তার বিপিএল সেঞ্চুরিটি প্রমাণ করে যে তিনি এখনও সেই মানের খেলোয়াড়। তবে নির্বাচনকারীরা যেহেতু এমন সিদ্ধান্ত নিয়েছেন, আমরা সবাই একসঙ্গে এগিয়ে যাবো। আমি নিশ্চিত, লিটন তার ফিরে আসার সুযোগ পাবে এবং জাতীয় দলের জন্য ভালো কিছু উপহার দিবে।”
তামিমের এই মন্তব্য দলের মনোবল নিয়ে আশা ব্যক্ত করেছে, এবং লিটনের জন্য ভবিষ্যতেও সুযোগ আসবে বলে তিনি বিশ্বাস করেন।