২০২৫ সালের বিপিএল শুরু হয়েছিল নানা বিতর্ক এবং সমস্যার মধ্য দিয়ে। টিকিট বিক্রি নিয়ে হানাহানি, ভাঙচুর, ক্যাপ্টেন্স ডে কিংবা আনুষ্ঠানিক ফটোশ্যুটের অভাব—এসব নিয়ে ছিল সমালোচনা। তবে মাঠে ক্রিকেটের গুণগত মান এবং উত্তেজনা দেখে তা অনেকটাই ভিন্ন চিত্র তুলে ধরেছে।
এবারের বিপিএলে মাঠে উপস্থিত দর্শকদের সংখ্যা ছিল চোখে পড়ার মতো। দর্শকদের সমাগম এবং তাদের উদ্দীপনাও বাড়িয়েছে ম্যাচগুলোর উত্তেজনা। মাঠে তরুণ ক্রিকেটাররা যেমন মুগ্ধ করেছে, তেমনি চার-ছক্কার বৃষ্টিও ছিল চোখে পড়ার মতো। টি-টোয়েন্টি ক্রিকেটের অন্যতম আকর্ষণ হচ্ছে রান, এবং এবারের বিপিএলে সেটি ছিল পুরোদমে। চার-ছক্কার ফুলঝুরি ঝরানোর কারণে বিপিএল এখন আইপিএলের কাছাকাছি চলে এসেছে, আর এই রান উৎসবে আইপিএলকেও টেক্কা দিতে সক্ষম হয়েছে বিপিএল।
ক্রিকেটের এই উত্তেজনাপূর্ণ ফরম্যাটে বাংলাদেশের ক্রিকেটাররা নিজেদের পারফরম্যান্স দিয়ে আরেক ধাপ এগিয়ে যাচ্ছেন, যা বিপিএলকে আরও আকর্ষণীয় করে তুলছে।