অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট বিশ্বকাপে অংশগ্রহণের জন্য বাংলাদেশ দল শীঘ্রই দেশ ছাড়বে। এবারের আসরে বাংলাদেশ পড়েছে ‘ডি’ গ্রুপে, যেখানে তাদের প্রতিপক্ষ হবে অস্ট্রেলিয়া, স্কটল্যান্ড এবং বাছাইপর্ব পেরিয়ে আসা একটি দল। যদিও নিজেদের সেরা পারফরম্যান্স দিতে পারলে অস্ট্রেলিয়াকেও চ্যালেঞ্জ জানানো সম্ভব বলেই মনে করছেন বাংলাদেশ দলের অধিনায়ক সুমাইয়া আক্তার।
বিশ্বকাপের আগে শ্রীলঙ্কায় প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। সুমাইয়ারা শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ নারী দলের বিপক্ষে চারটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবেন। এই সিরিজটি ৩-৯ জানুয়ারি অনুষ্ঠিত হবে। শ্রীলঙ্কায় সিরিজ শেষ হওয়ার পর বাংলাদেশ দল ১৮ জানুয়ারি বিশ্বকাপে অংশ নিতে মালয়েশিয়া যাবে। গ্রুপ পর্বের প্রথম ম্যাচে বাছাইপর্ব পেরিয়ে আসা দলের বিপক্ষে, ২০ জানুয়ারি অস্ট্রেলিয়ার বিপক্ষে এবং ২২ জানুয়ারি স্কটল্যান্ডের বিপক্ষে খেলবে বাংলাদেশ।
দেশ ছাড়ার আগে সুমাইয়া বলেন, “আসলে আমাদের দল খুব ভালো। আলহামদুলিল্লাহ, আমরা যদি আমাদের যথাযথ দায়িত্ব পালন করতে পারি, তাহলে ভালো কিছু হতে পারে। আমি জানি, আমাদের শক্তির জায়গাগুলো কোথায়। যদি সেই জায়গাগুলো থেকে খেলতে পারি, তাহলে শেষ পর্যন্ত ভালো কিছু অর্জন করা সম্ভব।”
তিনি আরও যোগ করেন, “আমাদের প্রথম লক্ষ্য, কোনো দলই হোক না কেন, আমরা আমাদের খেলাটা খেলব। আমরা বিশ্বাস করি, যদি আমরা আমাদের সেরা পারফরম্যান্স দেখাতে পারি, তাহলে অস্ট্রেলিয়াও আমাদের থেকে ভয় পাবে। আমরা মালয়েশিয়াতে কিছু সময় খেলেছি, সেখান থেকে আমরা কিছু সুবিধা পাব।”
বাংলাদেশ নারী অনূর্ধ্ব-১৯ দল:
সুমাইয়া আক্তার (অধিনায়ক), আফিয়া আশিমা ইরা, ফাহমিদা ছোয়া, ফারিয়া আক্তার, হাবিবা ইসলাম পিংকি, জান্নাতুল ইসলাম মাওয়া, জুয়াইরিয়া ফেরদৌস, লাকি খাতুন, আনিসা আক্তার সোবা, মোসাম্মত ইভা, ফারজানা ইয়াসমিন, সুমাইয়া আক্তার সুবর্ণা, নিশিতা আক্তার নিশি, সাদিয়া আক্তার, সাদিয়া ইসলাম।
স্ট্যান্ডবাই:
আশরাফি ইয়াসমিন অর্থী, লেকি চাকমা, আরভিন তানি, মেহেরুন্নেসা।