ক্যারিবিয়ানে বাংলাদেশ নারী ক্রিকেট দল দারুণ এক জয় তুলে নিয়ে ২০২৫ সালের ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলার স্বপ্ন বাঁচিয়ে রেখেছে। দ্বিতীয় ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজকে ৬০ রানে হারিয়ে তারা তিন ম্যাচের সিরিজে সমতা ফিরিয়েছে। সিরিজের শেষ ম্যাচে জয় হলেই বাংলাদেশ নিশ্চিতভাবে ২০২৫ ওয়ানডে বিশ্বকাপে সরাসরি জায়গা পাবে।
মঙ্গলবার (২১ জানুয়ারি) রাতে সেন্ট কিটসের ওয়ার্নার পার্কে টস হেরে প্রথমে ব্যাটিং করতে নেমে বাংলাদেশ সংগ্রহ করে ১৮৪ রান। এরপর নাহিদা আক্তারের দুর্দান্ত বোলিংয়ে ৩৫ ওভারে মাত্র ১২৪ রানে গুটিয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ। বাঁহাতি স্পিনার নাহিদা ৩০ রান দিয়ে নেন ৩টি উইকেট। এছাড়া রাবেয়া খান, ফাহিমা খাতুন ও মারুফা আক্তার প্রত্যেকেই দুটি করে উইকেট তুলে নিয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।
বাংলাদেশের ব্যাটিং ইনিংসে দলের অধিনায়ক নিগার সুলতানা ছিলেন প্রধান অবদানকারী। তিনি একপ্রান্ত আগলে রেখে ৬৮ রান করেন, যা ১২০ বলের ইনিংসে ৫টি চারের মাধ্যমে সাজানো ছিল। তার দৃঢ় ব্যাটিংয়ের পর বাংলাদেশ একটি প্রতিযোগিতামূলক স্কোর পায়। সোবহানা মোস্তারি (২৩) ও স্বর্ণা আক্তার (২১) তাকে সমর্থন দেন।
১১তম ওভারে ৩৫ রানে দুই উইকেট হারানোর পর নিগার বেশ কিছু গুরুত্বপূর্ণ জুটি গড়েন। তৃতীয় উইকেটে সোবহানার সঙ্গে ৫১ রান এবং ষষ্ঠ উইকেটে স্বর্ণার সঙ্গে ৩৮ রানের জুটি গড়ে দলের স্কোরকে সম্মানজনক পর্যায়ে নিয়ে আসেন। এছাড়া ইনিংসের শুরুতে মুরশিদা খাতুন ও ফারজানা হকের ৩০ রানের জুটি দলকে দৃঢ় ভিত্তি দেয়।
২০২৫ সালের ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলার জন্য চলমান উইমেন্স চ্যাম্পিয়নশিপে পয়েন্ট টেবিলের শীর্ষ ছয়ে থাকা প্রয়োজন। এই জয়ের ফলে বাংলাদেশ ২৩ ম্যাচে ২১ পয়েন্টে পৌঁছেছে। সমান পয়েন্ট থাকা নিউজিল্যান্ড নেট রান রেটে এগিয়ে থাকায় তারা ছয়ে অবস্থান করছে। তবে সিরিজের শেষ ম্যাচে জয় অথবা পরিত্যক্ত হলে বাংলাদেশ সরাসরি বিশ্বকাপে জায়গা পাবে।
পরবর্তী ম্যাচে হারলেও বাংলাদেশের সামনে আরেকটি সুযোগ থাকবে। তখন তারা ৬ দলের বাছাইপর্বে অংশগ্রহণ করবে এবং পাকিস্তান, আয়ারল্যান্ড, থাইল্যান্ডসহ শক্তিশালী প্রতিদ্বন্দ্বীদের বিরুদ্ধে লড়াই করে বিশ্বকাপে জায়গা পেতে হবে।
এখন সিরিজের শেষ ম্যাচে দেশের সবার নজর থাকবে, যেখানে সরাসরি বিশ্বকাপ খেলার স্বপ্ন পূরণের বড় সুযোগ অপেক্ষা করছে।
সুপ্তি / টিডিএস