Home » আপসেট হলে এতদিনে গলায় দড়ি দিতে হতোঃ তাসকিন

আপসেট হলে এতদিনে গলায় দড়ি দিতে হতোঃ তাসকিন

তাসকিন আহমেদ বাংলাদেশের জাতীয় ক্রিকেট দলের পেস বোলার । সম্প্রতি একটি সাক্ষাৎকারে বলেছেন খেলা ও জীবনের বিভিন্ন পরিস্থিতিতে হতাশ হওয়া সত্ত্বেও গলায় দড়ি দিয়ে আত্মহত্যার চিন্তা কখনোই মাথায় আসেনি।

গতকাল মঙ্গলবার (২০ জানুয়ারি ) বিপিএল ম্যাচ শেষে পিএসএল ড্রাফট নিয়ে তাসকিনকে প্রশ্ন করা হলে তিনি জানিয়েছিলেন যে পিএসএলে দল না পাওয়ার বিষয়ে তার কোনো আক্ষেপ নেই। তিনি খেলাকে কেন্দ্র করে হতাশা বা অপ্রাপ্তির জন্য নিজেকে কোনোভাবে নেতিবাচকভাবে প্রভাবিত করেন না। নিজের আত্মবিশ্বাস এবং কাজের প্রতি নিবেদন বজায় রেখে সামনে এগিয়ে চলছেন।

তাসকিন আরও বলেন, “সব মিলে খারাপ দিন গেছে। হ্যাঁ, আগের ম্যাচেও এমন হয়েছে হয়তো সামনেও হবে।” তিনি তার বোলিং পারফরম্যান্স এবং দলের হারকে একটি খারাপ দিন হিসেবে দেখছেন । এসব পরিস্থিতিকে আত্মবিশ্বাসের সাথে মোকাবিলা করতে চান। সবশেষে তিনি গুরুত্বপূর্ণ বিষয়টি তুলে ধরেছেন—“আল্লাহ যদি আমাকে সুস্থ রাখে, তাহলে সামনে আরও খেলতে পারি।”

বিপিএল (বাংলাদেশ প্রিমিয়ার লিগ) চলাকালীন সময়ে তাসকিন আহমেদ তার খেলার মাধ্যমে ঔজ্জ্বল্য ছড়াচ্ছেন এবং দলের পারফরম্যান্সের ওঠানামা সত্ত্বেও তিনি নিজের পারফরম্যান্স ধরে রেখেছেন।

ইউএ / টিডিএস

You may also like