তামিম ইকবালের মেজাজ হারানোর ঘটনা এবারের বিপিএলে বেশ আলোচিত বিষয় হয়ে উঠেছে। কখনো প্রতিপক্ষ, কখনো ম্যানেজমেন্ট, আবার কখনো সতীর্থের সঙ্গে উত্তপ্ত বাক্যবিনিময়ের ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে বিতর্কের ঝড়।
রংপুর রাইডার্সের বিপক্ষে ম্যাচে অ্যালেক্স হেলসের সঙ্গে এবং ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে সাব্বির আহমেদের সঙ্গে কথার ঝগড়ায় জড়িয়ে পড়েন তামিম। এছাড়া ফরচুন বরিশালের অধিনায়কের মেজাজ হারানোর দৃশ্যও স্ট্যাম্প মাইকের মাধ্যমে দর্শকরা শুনে ফেলেন। এমনকি বিসিবি সভাপতি মঞ্চে দেরিতে ওঠায় ম্যান অব দ্য ম্যাচের পুরস্কারও নেননি তামিম।
সবশেষ চিটাগাং কিংসের বিপক্ষে ম্যাচে তামিমের মেজাজ হারানোর ঘটনা ঘটে। ডেভিড মালানের সঙ্গে ভুল বোঝাবুঝির কারণে আউট হওয়ার পর তামিমের রাগ দেখা যায়। মালানকেও কিছু বলতে দেখা যায়, এবং এই ঘটনায় সোশ্যাল মিডিয়ায় তীব্র আলোচনা শুরু হয়।
তবে সোমবার নিজের ফেসবুক স্ট্যাটাসে তামিম এই বিষয়ে মন্তব্য করেছেন। তিনি বলেন, ‘অনেক সময়ই অনেকে টিভিতে দু-একটি দৃশ্য দেখে নানা রকম ধারণা করে ফেলেন। গত কয়েক দিনে আমাকে নিয়েও এরকম হয়েছে। কিন্তু কোনো ঘটনা তো হুট করে হয় না। এটার পেছনেও অনেক ঘটনা থাকে। মাঠে এরকম অনেক কিছুই হয়, যা টিভিতে পুরোপুরি ফুটে ওঠে না এবং সেটা উচিতও নয়।’
তামিম আরও যোগ করেন, “টিভিতে এক-দুইটি দৃশ্য দেখে চূড়ান্ত ধারণায় পৌঁছানো উচিত নয়। যাদের সঙ্গে ঘটনা ঘটে, তারা সব জানেন। আজকের উদাহরণ দিয়েই বলছি, টিভিতে কিছু দেখেই সিদ্ধান্তে পৌঁছানো উচিত নয়।”
ডেভিড মালানের সঙ্গে ঘটনার ব্যাপারে তামিম বলেন, “অনেকে জিজ্ঞেস করছেন, আমি কি মালানের সঙ্গে কিছু হয়েছিল? আসলে আমার সঙ্গে মালানের কিছু হয়নি। সে তো প্রতিপক্ষের একজনকে জবাব দিচ্ছিল!”
সুপ্তি / টিডিএস