Home » বিপিএলে প্রথম সেঞ্চুরি নিয়ে যা বলেছেন বিজয়

বিপিএলে প্রথম সেঞ্চুরি নিয়ে যা বলেছেন বিজয়

বিপিএলে ৫৭ বলে সেঞ্চুরি হাঁকিয়েও রাজশাহী দলের জয় নিশ্চিত করতে পারেননি এনামুল হক বিজয়। সেঞ্চুরি তার জন্য একটি ব্যক্তিগত সাফল্য হলেও দল পরাজিত হওয়াতে এর কোন মূল্য নেই বলে জানিয়েছেন এই ক্রিকেটার।

রবিবার (১৯ জানুয়ারি) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে খুলনা টাইগার্সের বিপক্ষে ৭ রানে হেরেছে রাজশাহী। শ্বাসরুদ্ধকর সেই ম্যাচে রাজশাহী দলের ১৭ রান প্রয়োজন ছিল। বিজয় সেই সমীকরণ মেলাতে ব্যর্থ হন। হতাশা প্রতিফলিত হয়েছে ম্যাচের পরবর্তী মন্তব্যে।

ম্যাচ শেষে সংবাদমাধ্যমে বিজয় বলেছেন, “সেঞ্চুরির মূল্য নেই। কারণ দল জয় পায়নি। সে জানিয়েছে ব্যক্তিগত সাফল্যই তার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ নয় বরং দলের জয়টাই আসল অর্জন।”

বিজয়ের বক্তব্যে তার গভীর হতাশা ও দলের প্রতি তার দায়িত্ববোধ স্পষ্ট। গুরুত্বপূর্ণ এমন পরিস্থিতিতে নিজের ইনিংসটি দলকে জেতাতে না পারা একজন খেলোয়াড়ের জন্য সত্যিই কষ্টকর হতে পারে। বিজয়ের ব্যক্তিগত অর্জন দলের লক্ষ্য পূরণের ক্ষেত্রে কোন কাজে আসেনি।

সবশেষে বিজয় বলেছেন, “সেঞ্চুরির জন্য আমার কোচ এবং একটা বন্ধুকে ধন্যবাদ দিতে চাই। সবসময় আমার পাশে থাকে অনুপ্রেরণা দেয়। আমার খুব পছন্দের এবং কাছের মানুষ বিপ্লব ভাই এবং বন্ধু মাসুদ এই দুইজনকে উৎসর্গ করতে চাই।”

ইউএ / টিডিএস

You may also like