মালয়েশিয়ায় অনুষ্ঠিত অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিপক্ষে জয়ের খুব কাছে গিয়েও শেষ পর্যন্ত হারতে হয়েছে বাংলাদেশকে।
সোমবার (২০ জানুয়ারি) সকালে টসে জিতে সুমাইয়া আক্তারের দলকে ব্যাটে পাঠিয়েছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক লুসি হ্যামিল্টন।
শেষ ওভারে অস্ট্রেলিয়ার প্রয়োজন ছিল মাত্র ১ রান, আর বাংলাদেশের প্রয়োজন ছিল ২ উইকেট। লেগবাই থেকে ওভারের দ্বিতীয় বলেই অস্ট্রেলিয়া জয়সূচক রানটি তুলে নেয়। ৪ বল বাকি থাকতে ২ উইকেটে হারতে হয় বাংলাদেশের অনূর্ধ্ব-১৯ নারী দলকে।
প্রথমে ব্যাট করতে নেমে আবারও ব্যাটিংয়ের অল্প রানেই বিপর্যস্ত হয়ে পড়ে বাংলাদেশ। আগের ম্যাচে নেপালের দেওয়া ৫৩ রান পার করতে নেমে তারা হারিয়েছিল ৫ উইকেট। আজও মাত্র ৫২ রান করতে নেমে ৬ ব্যাটার সাজঘরে ফিরে যান। অধিনায়ক সুমাইয়া ওপেন করতে নেমে ১৩ রান করেন, তবে টপ ও মিডল অর্ডারে অন্য কেউই দুই অঙ্কের ঘরে যেতে পারেননি।
লোয়ার মিডল অর্ডারে আফিয়া আসিমা ৩৪ বল খেলে ২৯ রান করেন, যা ছিল বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ রান। দ্বিতীয় সর্বোচ্চ রান আসে অতিরিক্ত থেকে—১৪ রান। ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে বাংলাদেশ সংগ্রহ করে মাত্র ৯১ রান।
অস্ট্রেলিয়ার জন্য জয়টা সহজ মনে হয়েছিল, তবে উদ্বোধনী জুটিতে মাত্র ৩ ওভারেই ২৬ রান চলে আসে। এরপর অধিনায়ক লুসি হ্যামিলটন ও ওপেনার কেইট পেলের ৫০ রানের জুটিতে অস্ট্রেলিয়া আরও এগিয়ে যায়। তবে যখন জয় ছিল হাতের কাছেই, তখন বাংলাদেশের বোলিং আক্রমণ অস্ট্রেলিয়াকে চাপে ফেলে দেয়।
৫০ থেকে ৬৭, এই ১৭ রান করতে গিয়ে অস্ট্রেলিয়া হারায় ৫ উইকেট। লুসি হ্যামিলটন ৩০ রান করে ফিরে গেলে বাংলাদেশের আশা কিছুটা বেড়ে যায়। তবে, শেষ পর্যন্ত হারশাত গিলের শান্ত ও দৃঢ় ব্যাটিংয়ে জয় নিশ্চিত হয়ে যায়। বাংলাদেশের পক্ষে ৩ উইকেট নেন জান্নাতুল মাওয়া, ১টি করে উইকেট নেন নিশিতা আক্তার, হাবিবা ইসলাম এবং আনিসা আক্তার।
সুপ্তি / টিডিএস