16
বিপিএল ম্যাচে আনামুল হক বিজয়ের সেঞ্চুরি রাজশাহীকে জয়ের কাছাকাছি নিয়ে গেলেও শেষ পর্যন্ত তাদের হতাশায় পরিণত হয়েছে। রাজশাহী দল যখন খুলনা টাইগার্সের বিরুদ্ধে, শেষ ওভারে ১৭ রানের প্রয়োজন ছিল তখন বিজয়ের হাতে ছিল সেঞ্চুরি হাঁকানোর সুযোগ। তিনি ৫৭ বলে নিজের প্রথম বিপিএল সেঞ্চুরি পূর্ণ করলেও দলের জয় নিশ্চিত করতে পারেননি।
হাসান মাহমুদ যখন শেষ ওভারে বল করতে এসেছিলেন বিজয়কে, ৯ রান প্রয়োজন ছিল সেঞ্চুরি পূর্ণ করতে। হাসান মাহমুদ সেই ওভার থেকে ৯ রান দিলেও রাজশাহী দলের জয় নিশ্চিত হয়নি। আর খুলনা টাইগার্স জয় নিয়ে মাঠ ছাড়ে।
একদিকে এটি বিজয়ের ব্যক্তিগত সাফল্য হলেও দলীয় হতাশার কারণ হয়ে দাঁড়াল । রাজশাহী খুব কাছাকাছি পৌঁছেও হেরে গেলো।
ইউএ / টিডিএস