Home » চট্টগ্রামের দাপুটে জয়, টানা হার খুলনার

চট্টগ্রামের দাপুটে জয়, টানা হার খুলনার

বিপিএল ২০২৪-২৫ আসরে চট্টগ্রাম কিংস ঘরের মাঠে ৪৫ রানের বিশাল জয়ে খুলনা টাইগার্সকে পরাজিত করেছে।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে খুলনা টাইগার্স টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়। তবে চট্টগ্রাম কিংসের ব্যাটসম্যানদের দুর্দান্ত পারফরম্যান্সের ফলে তারা একটি চ্যালেঞ্জিং স্কোর দাঁড় করাতে সক্ষম হয়।

প্রথমে ব্যাট করতে নেমে চট্টগ্রাম কিংস নির্ধারিত ২০ ওভারে ২০০ রান সংগ্রহ করে। পারভেজ হোসেন ইমন ৩৯ রান করেন এবং গ্রাহাম ক্লার্ক ৫০ বলে ১০১ রানের অবিস্মরণীয় ইনিংস খেলেন। যেখানে ৭টি চার ও ৬টি ছক্কার মার ছিল। ক্লার্কের আক্রমণাত্মক ব্যাটিংয়ে চট্টগ্রাম কিংস বড় সংগ্রহের ভিত গড়ে তোলে। এছাড়া অধিনায়ক মিঠুন অপরাজিত ছিলেন ১১ রানে।

খুলনা টাইগার্সের পক্ষে বল হাতে মোহাম্মদ নাওয়াজ ও সালমান ইরশাদ ৩টি করে উইকেট নিলেও তারা রান রুখতে ব্যর্থ হন।

২০১ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে খুলনা টাইগার্সের ব্যাটসম্যানরা একে একে ব্যর্থ হয়ে যান। দলের পক্ষে সর্বোচ্চ রান সংগ্রহ করেন দারউইশ রাসুলি, যিনি ৩৭ রান করেন। অধিনায়ক মেহেদি হাসান মিরাজ ১৯ রান করেন, কিন্তু বাকিরা তাদের সঙ্গ দিতে পারেননি এবং খুলনার ব্যাটিং লাইনআপ পুরোপুরি ভেঙে পড়ে।

You may also like