বিপিএলের মাঠে ৩৬ বলে ফিফটি পূর্ণ করে নতুন এক রেকর্ড গড়লেন উসমান খান নাইম ইসলাম। খেলার দীর্ঘ বিরতির পর বিপিএলে করা দ্বিতীয় ফিফটিতে রেকর্ডবুকে নাম উঠালেন এই ব্যাটার।
সোমবার (২০ জানুয়ারি ) দুর্বার রাজশাহীর বিপক্ষে দলে এক নতুন ছন্দ নিয়ে মাঠে নামেন এই খেলোয়াড় । পারভেজ হোসেন ইমনের ব্যাটে রানের খরা চলছিল। টিম ম্যানেজমেন্ট সিদ্ধান্ত নেয় অভিজ্ঞ নাইম ইসলামকে ওপেনিংয়ে পাঠানোর। সিদ্ধান্ত যে সঠিক ছিল তা প্রমাণিত হয় নাইমের দুর্দান্ত ফিফটির মাধ্যমে।
তার প্রথম ফিফটি ছিল ২০১২-১৩ আসরে। তখন তিনি চিটাগাং কিংসের হয়ে ৭২ রান করেছিলেন। তারপর প্রায় ৪,৩৬৪ দিন পর অর্থাৎ ২০২৩-২৪ আসরে তিনি দ্বিতীয় ফিফটি পূর্ণ করেছেন।
তিনি প্রমাণ করেছেন ভালো মানসিকতা ও পরিশ্রমের মাধ্যমে দীর্ঘ বিরতি সত্ত্বেও একটি খেলোয়াড় তার দক্ষতা ধরে রাখতে পারেন। নাইমের এই অর্জন শুধুমাত্র তার ক্যারিয়ারের জন্য একটি বড় মাইলফলক নয় । বিপিএল ইতিহাসেও একটি নতুন অধ্যায়ের সূচনা করেছে। ৫ চার ও ৩ ছক্কায় ৪১ বলে ৫৬ রান করার পর তিনি সাজঘরে ফিরেছেন। ফিফটি প্রাপ্তির মাধ্যমে বিপিএলের রেকর্ডবুকে তার নামটি চিরকাল অম্লান হয়ে থাকবে।
অভিজ্ঞ নাইম ইসলামের এই শান্ত কার্যকরী ব্যাটিং পারফরম্যান্স প্রমাণ করে কেবলমাত্র আগ্রাসী শট খেলেই নয়, সঠিক সময়ে স্থিতিশীলতা বজায় রেখেও দলের বড় অবদান রাখা যায়।
ইউএ / টিডিএস