পাকিস্তান জাতীয় দলের বাইরে কিছুদিন ধরে আড়ালে ছিলেন পেসার ইহসানউল্লাহ, ইনজুরির কারণে দলের বাইরে ছিলেন তিনি। এই সময় পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রতি অবহেলার অভিযোগ উঠেছিল তার বিরুদ্ধে। তবে, সম্প্রতি তিনি পাকিস্তান সুপার লিগ (পিএসএল)-এ অংশগ্রহণের জন্য নাম জমা দেন। কিন্তু কোনো ফ্র্যাঞ্চাইজি তার প্রতি আগ্রহ দেখায়নি।
ফ্র্যাঞ্চাইজিগুলোর অবজ্ঞায় হতাশ হয়ে পিএসএল থেকে অবসরের সিদ্ধান্ত ঘোষণা করেছিলেন ইহসানউল্লাহ। কিন্তু মাত্র ২৪ ঘণ্টার মধ্যে তিনি নিজের সিদ্ধান্ত পরিবর্তন করেছেন এবং এই সিদ্ধান্তের জন্য ফ্র্যাঞ্চাইজিগুলোর কাছে ক্ষমা চেয়েছেন।
অবসর থেকে ফিরে এসে ইহসানউল্লাহ বলেন, “ফ্র্যাঞ্চাইজিগুলো আমাকে দলে নেয়নি, এটা নিয়ে আমি বিরক্ত ছিলাম। পরিবার এবং সাধারণ মানুষের প্রতিক্রিয়ায় আমি আবেগতাড়িত হয়ে ওই সিদ্ধান্ত নিয়েছিলাম। পিএসএল এখনো ৪ মাস বাকি, আমি এই সময়টা কঠোর পরিশ্রম করে কাটাবো। আল্লাহ চাইলে, যারা আমাকে এখন নেয়নি, তারা পরে আমাকে দলে নিতে পারে। তাই পিএসএল থেকে অবসরের কোনো পরিকল্পনা নেই।”