ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)-এর কঠোর নীতির ফলে জাতীয় দলের ক্রিকেটাররা ফিরে আসছেন ঘরোয়া ক্রিকেটে। দীর্ঘ ১২ বছর পর এই তালিকায় যুক্ত হয়েছেন বিরাট কোহলি। আসন্ন রঞ্জি ট্রফির শেষ রাউন্ডে দিল্লির হয়ে মাঠে নামবেন ভারতের সাবেক অধিনায়ক।
দিল্লির কোচ শরণদীপ সিং নিশ্চিত করেছেন যে, ৩০ জানুয়ারি থেকে ২ ফেব্রুয়ারি পর্যন্ত রেলওয়ের বিপক্ষে ম্যাচে কোহলিকে দেখা যাবে। তবে, ২৩ জানুয়ারি সৌরাষ্ট্রের বিপক্ষে দিল্লির আগের ম্যাচে কোহলি অংশ নেবেন না। ওই ম্যাচে দিল্লির হয়ে খেলবেন ঋষভ পন্ত ও রবীন্দ্র জাদেজা।
কোহলি বিসিসিআইকে জানিয়েছিলেন যে, তিনি এখনও ঘাড়ের ব্যথা থেকে পুরোপুরি সেরে উঠতে পারেননি। ৮ জানুয়ারি তিনি একটি ইনজেকশন নিয়েছিলেন সুস্থ হতে, তাই পুরোপুরি প্রস্তুত হতে কিছুটা সময় নিচ্ছেন।
বিসিসিআইয়ের নতুন নির্দেশনায় কেন্দ্রীয় চুক্তিবদ্ধ ক্রিকেটারদের জন্য ঘরোয়া ক্রিকেটে অংশগ্রহণ বাধ্যতামূলক করা হয়েছে। সেই অনুযায়ী ২৩ জানুয়ারির ম্যাচে মাঠে নামবেন রোহিত শর্মা, শুভমান গিল এবং যশস্বী জয়সোয়াল।
তবে, কোহলি রঞ্জি ট্রফিতে খেলার বিষয়ে জাতীয় দলের ম্যানেজমেন্ট বা নির্বাচক প্রধান অজিত আগারকারকে কিছু জানিয়েছেন কি না, তা স্পষ্ট নয়। উল্লেখযোগ্য যে রঞ্জি ম্যাচটি ২ ফেব্রুয়ারি শেষ হবে এবং ৬ ফেব্রুয়ারি শুরু হবে ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ। ফলে সিরিজ শুরুর আগে কোহলির হাতে মাত্র তিন দিনের প্রস্তুতির সময় থাকবে।
টেস্ট ক্রিকেটে ভারতের সাম্প্রতিক ব্যর্থতার পর বিসিসিআই কঠোর পদক্ষেপ নিয়েছে। হেড কোচ গৌতম গম্ভীর, অধিনায়ক রোহিত শর্মা ও নির্বাচক প্রধান অজিত আগারকারের সঙ্গে আলোচনা করে বোর্ড এই সিদ্ধান্ত নেয়, যার উদ্দেশ্য ছিল খেলোয়াড়দের ফর্ম ও মান বজায় রাখা।
সুপ্তি / টিডিএস